হাজীগঞ্জের মেয়র-কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা নারী কাউন্সিলরের

আদালত
প্রতীকী ছবি

হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল-আলম ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মনিরের বিরুদ্ধে যৌন হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন এক নারী কাউন্সিলর। চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১৫ নভেম্বর মামলাটি করেন তিনি।

১৬ নভেম্বর বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের পিপি সাইয়েদুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আরজি সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট হাজীগঞ্জ পৌরসভার মেয়রের কার্যালয়ে ওই নারী কাউন্সিলর প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর আনার জন্য গেলে মেয়র ও কাউন্সিলর তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। পরে তিনি চিৎকার করে সেখান থেকে কোনোরকমে বের হতে সক্ষম হন। তবে তাঁরা তাঁকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি আহত হন।

ঘটনার পর হাজীগঞ্জ থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী কাউন্সিলর।

ওই নারী কাউন্সিলর প্রথম আলোকে বলেন, এই ঘটনার পর তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মেয়র ও কাউন্সিলরের লোকজন বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। তিনি ঘটনার পর হাজীগঞ্জ থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। ৩ নভেম্বর তিনি সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে বিষয়টি তুলে ধরেন। কোনো ধরনের প্রতিকার না পেয়ে অবশেষে তিনি চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল-আলম প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র।’ কাউন্সিলর কাজী মনির বলেন, ‘ওই নারী কাউন্সিলরের স্বার্থ রক্ষা না হওয়ায় আমাদের বিরুদ্ধে এই অভিযোগ এনে আদালতে মামলাটি করেছেন। আমরা এই মামলার আগে মিনু আক্তারের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি এবং আদালতে মানহানির মামলা করি। চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেছি। এর পরিপ্রেক্ষিতে তিনি আমাদের হয়রানি করতে এই মামলা করেছেন।’