ভাড়া নিয়ে কথা–কাটাকাটি, ভ্যানচালকের ‘ঘুষিতে’ চিংড়িচাষির মৃত্যু

মৃত্যু
প্রতীকী ছবি

সাতক্ষীরায় ভাড়া নিয়ে কথা–কাটাকাটির জেরে ভ্যানচালকের সঙ্গে ধাক্কাধাক্কির একপর্যায়ে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত আটটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মোচড়া মোড়ে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মোমরেজুল ইসলাম (৫২) মোচড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তিনি একজন চিংড়িচাষি। অভিযুক্ত ভ্যানচালক মিন্টু (৩৫) একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় লোকজন জানিয়েছেন, গতকাল রাত আটটার দিকে মোচড়া গ্রাম থেকে ভ্যানে মোচড়া বাজারে আসেন মোমরেজুল ইসলাম। ভ্যানচালক মিন্টু ১০ টাকা ভাড়া চাইলে কথা–কাটাকাটি শুরু হয়। ধাক্কাধাক্কির একপর্যায়ে মোমরেজুল ইসলামকে ঘুষি মারেন ভ্যানচালক মিন্টু। এতে মোমরেজুল অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোমরেজুল ইসলামের মৃত্যু হয়। স্থানীয় বল্লী ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেন।

সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, ভ্যানচালকের সঙ্গে ধাক্কাধাক্কির একপর্যায়ে মোমরেজুল গুরুতর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।