সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দুই শিশুর নাম জান্নাত (৪) ও আনিকা (৩)। তাদের মধ্যে জান্নাত কুড়িকাউনিয়া গ্রামের অহিদুজ্জামান মোড়লের মেয়ে আর আনিকা একই গ্রামের আলম হাওলাদারের মেয়ে।

জান্নাতের মামা আসমাতুল্লাহ গালিব বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর ভাগনি জান্নাত ও তাঁদের প্রতিবেশীর মেয়ে আনিকা বাড়ির সামনে পুকুরের পাড়ে খেলছিল। এ সময় শিশুদের স্বজনেরা বাড়িতে কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে জান্নাত ও আনিকা পুকুরের পানিতে পড়ে যায়। বেলা একটার দিকে তিনি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় জান্নাতকে পুকুরে ভাসতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে বাড়ির লোকজন এসে পুকুর থেকে জান্নাতের পাশাপাশি আনিকাকেও উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক সিরুজ্জামান বেলা দুইটার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ বিষয়টি নিশ্চিত করে বেলা সোয়া তিনটার দিকে প্রথম আলোকে বলেন, পানিতে ডুবে মারা যাওয়া ওই শিশুদের হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার বলেন, প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া এলাকায় পানিতে ডুবে শিশুদের মৃত্যুসংক্রান্ত কোনো তথ্য তাঁরা পাননি।

শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের দুই শিশুকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। পরে শিশুদের স্বজনেরা তাদের বাড়িতে নিয়ে যান।