এডিস মশা প্রজননের উৎস পাওয়ায় ৯ ভবনমালিককে জরিমানা

আদালত
প্রতীকী ছবি

ডেঙ্গু রোগের বাহক এডিস মশার উৎসস্থল পাওয়ায় চট্টগ্রাম নগরের ৯ জন ভবনমালিককে জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার নগরের নন্দনকানন এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। এতে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম।

ডেঙ্গু রোগ প্রতিরোধে এর বাহক এডিস মশার উৎসস্থল ধ্বংস ও চিহ্নিত করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, জরিমানা করা ৯টি ভবনের মধ্যে ১টি ছিল নির্মাণাধীন ভবন। ৯টি ভবনে এডিস মশার বংশবিস্তারের উপযোগী জমাটবদ্ধ পানির উৎস পাওয়া যায়। এ জন্য ভবনমালিকদের ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে একই অভিযানে নন্দনকানন এলাকায় ফুটপাত দখল করে পণ্যসামগ্রী রাখার দায়ে চার দোকানিকে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশের সদস্যরা সহায়তা করেন।