কালিয়াকৈরে যাত্রী বেশে বাসে আগুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসের ভেতরের আসনগুলো পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত আটটার দিকে। এর আগে ভোর সোয়া পাঁচটার দিকে উপজেলার গোয়ালবাথান এলাকায় একটি রডবোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে ঝটিকা পরিবহনের বাসটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। চন্দ্রা বাসস্ট্যান্ডে ১০-১২ জন যাত্রী উঠে বাসটিতে। হঠাৎ ওই বাসের পেছন দিক থেকে আগুন জ্বলে ওঠে। এ সময় বাসের যাত্রীরা, চালক ও সহকারীরা দৌড়ে বাস থেকে নেমে যান।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাসের চালক নাজমুল ইসলাম বলেন, বাসটিতে ১০-১২ জন যাত্রী ছিল। হঠাৎ পেছনের দিকে আগুন জ্বলে ওঠে। পরে সবাই দৌড়ে নেমে যাওয়াতে অল্পতে রক্ষা হয়। পেছনে থাকা যাত্রীদের মধ্য থেকে কেউ বাসে আগুন দিয়েছে বলে মনে হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আধা ঘণ্টার চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের বাসের ভেতর পুরোপুরি পুড়ে গেছে। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, দুর্বৃত্তরা যাত্রী বেশে বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।