ফেনীতে সাততলা ভবনের সিঁড়ি থেকে পড়ে শিশু নিহত

নিহত
প্রতীকী ছবি

ফেনী শহরের একটি সাততলা ভবনের সিঁড়ি থেকে নিচে পড়ে মো. শাওন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে ফেনী পৌরসভার পূর্ব উকিলপাড়ার মুন্সি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

নিহত শিশু শাওন ওই এলাকার করিম উল্ল্যাহ ভবনের ভাড়াটিয়া সাইফুল ইসলাম ওরফে শামীমের ছেলে। সাইফুল ইসলাম ফেনী শহরের একটি মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করেন। তাঁর পৈতৃক বাড়ি সোনাগাজী উপজেলার চরমজলিশপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকেল পাঁচটার দিকে সপ্তম তলার ফ্ল্যাটে শাওন বল দিয়ে খেলছিল। এ সময় সাততলার বারান্দা দিয়ে বলটি নিচে পড়ে যায়। শাওন বলটি আনার জন্য ওই ভবনের পেছনের একটি ছোট সিঁড়ি দিয়ে নিচে নামছিল। এ সময় আকস্মিক সিঁড়ি থেকে পা পিছলে সে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত আটটার দিকে ফেনী মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

নিহত শিশুর বাবা স্কুলশিক্ষক সাইফুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। তিনি জানান, ওই সিঁড়ির বাইরের গেটটি সব সময় তালাবদ্ধ থাকে। কিন্তু আজ ওই গেট খোলা ছিল।