সেতুর নাট চুরির সময় আটক ২, পুলিশ আসতে দেরি হওয়ায় মহাসড়ক অবরোধ

আটক
প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জে সেতুর নাট চুরি করার সময় হাতেনাতে দুজনকে আটক করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের বরাতি সেতু থেকে দুজনকে আটক করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে পুলিশ আসতে দেরি হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন দিবাগত রাত একটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে আটক দুজনকে হেফাজতে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আটক দুজন হলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালচাঁদপুর গ্রামের মাইদুল ইসলাম (৩৬) ও রুবেল হোসেন (৩৮)।

পুলিশ বলছে, সড়ক দুর্ঘটনায় পুলিশের টহল গাড়ি ব্যস্ত থাকায় বরাতি সেতু এলাকায় পৌঁছাতে তাদের দেরি হয়েছে। আটক দুজনকে থানাহাজাতে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর-দিনাজপুর মহাসড়কের যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর ওপর দিয়ে রংপুর বিভাগের আট জেলা, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল করে। পুরোনো সেতুটি বিকল হলে জাইকার অর্থায়নে ২০২১ সালে সেখানে নতুন সেতু বানানো হয়। নতুন সেতুর পাশে থাকা পুরোনো সেতুটিতে কৃষকেরা বিভিন্ন ধরনের ফসল শুকান। পুরোনো সেতুতে রাখা ধান ও ভুট্টা টাকার বিনিময়ে রাতে পাহারা দেন সেতুঘেঁষা গ্রামের বাসিন্দা কাছু মামুদ ও মকবুল হোসেন। রাত ১১টার দিকে তাঁরা দুজন নতুন সেতুতে নাট খোলার শব্দ পান। পরে স্থানীয় লোকজনসহ ধাওয়া দিয়ে ওই দুজনকে আটক করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনার দুই ঘণ্টা পরও পুলিশ না আসায় ক্ষুব্ধ লোকজন আটক দুজনকে নিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। পরে রাত দেড়টার দিকে তারাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে হেফাজতে নিলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন ক্ষুব্ধ লোকজন।

স্থানীয় বালাবাড়ি গ্রামের মকবুল হোসেন বলেন, রাত ১১টার দিকে চোর ধরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। রাত একটাতেও ঘটনাস্থলে পুলিশ আসেনি। পরে বাধ্য হয়ে লোকজন নিয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন।

আটক মাইদুল ইসলাম ও রুবেল হোসেন পুলিশকে জানান, তাঁদের ডেকে এনে এ কাজ করানো হয়েছে। এখন বুঝতে পারছেন, সেতুর নাট খোলা ঠিক হয়নি।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুল ইসলাম বলেন, একই মহাসড়কের অন্য স্থানে একটি দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধারে পুলিশ ব্যস্ত থাকায় চোর ধরতে যেতে দেরি হয়েছে। এ ঘটনায় ১১টি নাট ও একটি রেঞ্জ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।