দরজা কেটে আটকা পড়া ট্রাকচালককে বের করে আনলেন ফায়ার সার্ভিসের সদস্যরা
মালবাহী ট্রাক ও দূরপাল্লার বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ভেতরে আটকা পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের লোকজন যন্ত্রপাতি দিয়ে দরজা কেটে আহত অবস্থায় চালককে বের করে আনেন।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লুয়াইউনি চা-বাগান এলাকায় মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে। আহত ট্রাকচালককে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাম নাহিদ আহমদ (৩০)। বাড়ি মৌলভীবাজারের রাজনগর এলাকায়।
কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, চালের বস্তাবোঝাই ট্রাক রাজনগর থেকে বড়লেখার দিকে যাচ্ছিল। বিকেল পাঁচটার দিকে লুয়াইউনি চা-বাগানের কাছে একটি বাঁকে পৌঁছালে কুমিল্লাগামী রয়েল কোচ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের সামনের অংশের চাপে ট্রাকের চালক আটকা পড়ে যান। চালক ছাড়া ট্রাকে আর কেউ ছিলেন না।
খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে দরজা কেটে চালককে বের করে আনেন। পরে আহত অবস্থায় চালককে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে এ ঘটনায় বাসযাত্রীদের কারও কোনো ক্ষতি হয়নি।
কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোলায়মান হোসাইন রাত পৌনে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ট্রাকের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। বাসের সামনের অংশসহ স্টিয়ারিংয়ের চাপে ট্রাকের চালক বের হতে পারছিলেন না। এ পরিস্থিতিতে যন্ত্র দিয়ে দরজা কেটে তাঁকে বের করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আক্তার বলেন, ট্রাকের চালক মাথা, বুক ও বাঁ পায়ে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।