সাভারে সাংবাদিক মারধরের ঘটনায় ২ জন গ্রেপ্তার

ঢাকা জেলার মানচিত্র

ঢাকার সাভার উপজেলায় সাংবাদিককে মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোররাতে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সাভার মডেল থানার পুলিশ। এ ছাড়া মারধরের সময় ওই সাংবাদিকের ছিনিয়ে নেওয়া মুঠোফোনও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খালিশপুর এলাকার জাকির হোসেনের ছেলে মনির হোসেন (৩৪) ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে বাবুল (৩৪)। তাঁরা সাভারের ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকেন।

আরও পড়ুন

আহত সাংবাদিক আকলাকুর রহমান ওরফে আকাশ (৩৬) দ্য ডেইলি স্টারের নিজস্ব সংবাদদাতা ও বেসরকারি নাগরিক টেলিভিশনের প্রতিনিধি হিসেবে সাভারে কর্মরত।
পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাভারের ভাগলপুর এলাকায় বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড নামের একটি সিরামিক কারখানা দখলের খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক আকলাকুর রহমান। এ সময় আকলাকুরকে মারধর করে সন্ত্রাসীরা। ছিনিয়ে নেওয়া হয় তাঁর মুঠোফোন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকাশের বাঁ চোখ এবং মুখের বিভিন্ন স্থান মারাত্মকভাবে জখম হয়েছে।

সাভার মডেল থানা পুলিশ জানায়, ওই ঘটনায় গতকাল সোমবার অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে আজ মঙ্গলবার ভোররাতে ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. মনির হোসেন ও বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গতকাল দুপুরে কারখানার ভেতরের একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় আকলাকুরের মুঠোফোন উদ্ধার করে পুলিশ।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আসামিদের তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।