কালিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

উপজেলা পরিষদ নির্বাচন
প্রতীকী ছবি

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী খান শামীম রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা গতকাল বুধবার এই নোটিশ দেন। এতে ২৪ ঘণ্টার মধ্যে সশরীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নোটিশের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। শামীম রহমান নির্দেশ মেনে আজ বৃহস্পতিবার ওই নোটিশের লিখিত জবাব দিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত কারণ দর্শানোর চিঠিতে বলা হয়, ‘উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬-এর বিধি ১৮-এর (ক) অনুযায়ী, নির্বাচনী প্রচারকালে কোনো প্রার্থী অন্যের ব্যক্তিগত চরিত্র হনন করে বক্তব্য প্রদান বা কোনো ধরনের তিক্ত বা উসকানিমূলক বা মানহানিকর কিংবা লিঙ্গ, সাম্প্রদায়িকতা বা ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কোনো বক্তব্য প্রদান করতে পারবেন না। বিধি ৩১ অনুযায়ী, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অর্থ, অস্ত্র ও পেশিশক্তি কিংবা স্থানীয় ক্ষমতা দ্বারা নির্বাচন প্রভাবিত করা যাবে না। কিন্তু আপনার (খান শামীম রহমান) উপস্থিতিতে বড়নাল-ইলিয়াছাবাদ ইউনিয়নের কর্মী-সমর্থকেরা আপনার পক্ষে নির্বাচনী প্রচারণাকালে উসকানিমূলক ও মানহানিকর এবং পেশিশক্তি কিংবা স্থানীয় ক্ষমতা দ্বারা নির্বাচন প্রভাবিত করার ইঙ্গিত দিয়ে বক্তব্য দিয়েছেন। যা আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

প্রথম ধাপে ৮ মে নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ জন্য কেন আপনার (খান শামীম রহমান) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীর উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হলো।’

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী খান শামীম রহমান আজ প্রথম আলোকে বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যেই আজ সকালে আমি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব দাখিল করেছি।’ তিনি বলেন, ‘গত মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বড়নাল-ইলিয়াছাবাদ ইউনিয়নে এক নির্বাচনী সমাবেশ হয়। সমাবেশে কর্মী-সমর্থকেরা তাঁদের মতো করে কিছু কথা বলেছেন। কিন্তু আমি উসকানিমূলক বা মানহানিকর একটি কথাও বলিনি। তারপরও নির্বাচন কমিশন আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আমি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছি।’

জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘আমি প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণে রয়েছি। খান শামীম রহমান কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব দাখিল করেছেন। আমি এখনো নোটিশের জবাব দেখিনি। আগে নোটিশের জবাব দেখি, তারপর এ ব্যাপারে কথা বলা যাবে।’

প্রথম ধাপে ৮ মে নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ (মোটরসাইকেল প্রতীক), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খান শামীম রহমান (চিংড়ি মাছ প্রতীক), উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুন অর রশিদ (আনারস প্রতীক), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নাজমুল হক (দোয়াত-কলম প্রতীক) এবং উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান (ঘোড়া প্রতীক)।