গাজীপুরে আগুনে পুড়ল পেঁয়াজ, চাল, আলু মজুত রাখার ৬ দোকান

আগুন নেভাতে কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল বুধবার রাতে টঙ্গী বাজারের আড়তপট্টিতেছবি: প্রথম আলো

গাজীপুরের টঙ্গী বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পেঁয়াজ, চাল, আলু ও আটা অস্থায়ীভাবে মজুত রাখার ছয়টি পাইকারি দোকান। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে টঙ্গী বাজারের আড়তপট্টিতে এ ঘটনা ঘটে। পরে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো রুপসি বাংলা রাইস এজেন্সি, মের্সাস সাঈদ অ্যান্ড ব্রাদারস, মেসার্স ইব্রাহিম রাইস, মামা এন্টারপ্রাইজ, শাহপরান বাণিজ্যালয় ও মিতালি ট্রেডার্স। এসব দোকানে পেঁয়াজ, চাল, আলু, আটাসহ বিভিন্ন পণ্য গুদামজাত করে রাখা হতো।

টঙ্গী ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ১১টার পর পাইকারি দোকানগুলোর কোনোটি বন্ধ ছিল, আবার কোনোটি বন্ধের প্রস্তুতি নিচ্ছিল। রাত পৌনে ১২টার দিকে হঠাৎ একটি দোকান থেকে ধোঁয়া উড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে আগুন দেখা যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ছিল। তাৎক্ষণিকভাবে দোকানি ও আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী ও উত্তরার ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এরই মধ্যে ছয়টি দোকান পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও টঙ্গী বাজারের ব্যবসায়ী মো. মেরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখানে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য মজুত রাখেন। পরে তা পাইকারি দামে বিক্রি করেন ক্রেতা বা অন্য ব্যবসায়ীদের কাছে। গতকাল রাতে দোকানগুলোর বেশির ভাগই বন্ধ ছিল। এরই মধ্যে আগুন লাগার ঘটনাটি ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ওয়্যারহাউস পরিদর্শক মো. জান্নাতুল নাঈম প্রথম আলোকে বলেন, রাত ১২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় ছয়টি দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে।