২৬ জনকে সহসভাপতি করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ১১ বছর পর ছাত্রলীগের কমিটি

ছাত্রলীগের লোগো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী এক বছরের জন্য ছাত্রলীগের ৪৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. খলিলুর রহমানকে সভাপতি ও মো. সজিবুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। প্রায় ১১ বছর পর বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে ২৬ জনকে সহসভাপতির পদ দেওয়া হয়েছে। তাঁরা হলেন মামুন শাহ, ফারহান রুবেল, তায়েফ হোসেন, ইশতিয়াক আহমেদ, নাজমুল হুদা, ইউসুফ হোসেন, মো. ইয়াসিন আহমেদ, সাজেদুল ইসলাম, রেজাউল হক, নাজমুল হাসান, আইরিন লিনজা, সৈয়দ মোতাহির আল হোসেন, সাইমন আক্তার, সামশেদ ছিদ্দিকী, সাদ্দাম হোসেন, আদিল আহমেদ, সবুজ মিয়া, আরিফুল ইসলাম, আকাশ তালুকদার, মো. মনসুর আলম, আশিকুর রহমান, শৈশব আহমেদ, হাবিবুর রহমান, আল শাহারিয়া, সৈয়দ সাকিবুর রহমান ও আফসরো তাসনিমা।

আটজন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ইমামুল হোসেন, মো. সুমন মিয়া, সাজ্জাদ হোসেন, আজিজুল ইসলাম, জাফর উদ্দিন, মো. উজ্জ্বল মিয়া, উজ্জ্বল দাস ও সাবিহা সাইমুন। আটজন সাংগঠনিক সম্পাদক হলেন সাদাত আলম তালুকদার, নূরে আলম, লোকমান হোসেন, শাকিল হাওলাদার, আর কে রাকিব আহমেদ, ফারহান হোসেন চৌধুরী, শুভ সাহা ও অমিত সাহা।

২০২১ সালের ১৭ জুন শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর আগে ২০১৩ সালের ৮ মে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। এরপর আর কমিটি হয়নি।

নতুন কমিটির খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমান প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় করতে তাঁরা নিজেদের বরাবরের মতো সম্পৃক্ত রাখতে চান। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়েও অতীতের মতো তাঁরা সব সময় সোচ্চার ভূমিকা পালন করবেন।