দেশ শ্রীলঙ্কা হয়নি, হবেও না

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে দুস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে
ছবি: প্রথম আলো

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘শকুনের অভিশাপে গরু মরেনি, দেশ শ্রীলঙ্কা হয়নি, হবেও না কখনো। একটি মহল দেশকে শ্রীলঙ্কা বানাতে উঠেপড়ে লেগেছিল। সরকারের দূরদর্শিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সংকট কাটিয়ে উঠতে পেরেছি। বৈশ্বিক পরিস্থিতি সামাল দিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের অনেক সমৃদ্ধ দেশ লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। তাই আমরাও বাধ্য হয়ে লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধি করতে হয়েছে। অচিরেই লোডশেডিং ও দ্রব্যমূল্য কমে যাবে। ডলারের দাম কমছে, পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।’

আজ বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ঢেউটিন, নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির সমালোচনা করে পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই দেশের মানুষ নিরাপদ। বিএনপি যে পথে ক্ষমতায় যেতে চায়, সেই দিন আর নেই। জনগণের প্রতি আস্থা রেখে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে। আওয়ামী লীগ জনগণের প্রতি আস্থাশীল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ। একই অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে দুস্থদের আর্থিক সহায়তা দেন।

এর আগে পরিকল্পনামন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি ৩৩ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে আমড়াতৈল-শ্রীরামসি সড়কের সংস্কারকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি উপজেলা পরিষদের অর্থায়নে ১৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত আনসার ভিডিপির ব্যারাক উদ্বোধন করেন। দুটি অনুষ্ঠানে স্থানীয় সরকার উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, আনসার ভিডিপির কর্মকর্তা জিল্লুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।