ব্রাহ্মণবাড়িয়া–২ উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিলেন আবদুস সাত্তার

আবদুস সাত্তার ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিচ্ছেন তাঁর ছেলে মাঈনুল হাসান ভূঁইয়া (ডানে)। আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে অংশ নিতে বিএনপির দলত্যাগী সাবেক সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে আবদুস সাত্তারের পক্ষে তাঁর ছেলে মাঈনুল হাসান ভূঁইয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে উপস্থিত হয়ে এ মনোনয়নপত্র জমা দেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সাবেক কমিটির শতাধিক নেতা–কর্মী মাঈনুল হাসান ভূঁইয়ার সঙ্গে উপস্থিত ছিলেন। মাঈনুল হাসান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমার আব্বুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন। এ জন্য তিনি দল থেকে পদত্যাগ করেছেন।’

সরকারদলীয় লোকজনের চাপে ও অর্থের লোভে আবদুস সাত্তার নির্বাচনে অংশ নিচ্ছেন, এমন অভিযোগের বিষয়ে মাঈনুল হাসান বলেন, ‘এটা ডাহা মিথ্যা কথা। আমার আব্বুর কোনো টাকাপয়সা নেই। বাড়ি বিক্রি করে গত নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি এলাকার পরীক্ষিত নেতা। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সাবেক কমিটির সব নেতা-কর্মী আমাদের সঙ্গে আছেন। তাঁদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে।’

আরও পড়ুন

আবদুস সাত্তার অসুস্থ থাকায় আসতে পারেননি দাবি করে মাঈনুল হাসান ভূঁইয়া বলেন, ‘আমার আব্বু দুই দিন ধরে শারীরিকভাবে অসুস্থ। এ জন্য সরাইলে আসতে পারেননি। ৮ তারিখের পর তিনি মাঠে নামবেন।’

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার পর্যন্ত আরও চার প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকারীর মধ্যে জাতীয় পার্টির একজন, জাকের পার্টির একজন ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত প্রার্থী রয়েছেন একজন। অন্য ১৩ জন স্বতন্ত্র প্রার্থী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। দলীয় সিদ্ধান্তে তিনি গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। আগামী ১ ফেব্রুয়ারি শূন্য এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে লিখিত এক পত্রের মাধ্যমে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। গত রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে উপনির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র কেনায় আবদুস সাত্তার ভূঁইয়াকে গতকাল সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে সরাইলে অবাঞ্ছিত ঘোষণা করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এর আগে রোববার রাতে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবদুস সাত্তারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে।

আজ বিকেলে আবদুস সাত্তার ভূঁইয়ার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, সাবেক সহসম্পাদক এনামুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক কমিটির সাধারণ সম্পাদক ও সদর ইউপির চেয়ারম্যান আবদুল জব্বারসহ পদবঞ্চিত শতাধিক নেতা–কর্মী। তবে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বর্তমান কমিটির কোনো নেতা–কর্মীকে সেখানে দেখা যায়নি।

আরও পড়ুন

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর প্রথম আলোকে বলেন, ‘আমরা জানতাম কাল বৃহস্পতিবার তিনি (আবদুস সাত্তার) বা তাঁর লোকজন মনোনয়নপত্র জমা দেবেন। এ জন্য আমাদের প্রস্তুতি ছিল কালকে তাঁকে প্রতিহত করব। আজ যে তিনি মনোনয়নপত্র জমা দেবেন, বিষয়টি আমাদের জানা ছিল না। চুপিচুপি তাঁর লোকজন জমা দিয়ে গেছেন। আর যারা তাঁকে সহায়তা করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে আবদুস সাত্তারের মনোনয়পত্র জমা দেওয়ার সময় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যকে উপজেলা পরিষদে অবস্থান করতে দেখা গেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও এই আসনের উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ৫ জানুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ। ৮ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন হবে। এখন পর্যন্ত ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।