সদর দক্ষিণের পর এবার বুড়িচংয়ের নির্বাচনের মাঠে বাহাউদ্দিনের অনুসারীরা

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লা সদর দক্ষিণের পর এবার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আখলাক হায়দারের পক্ষে প্রচারণায় নেমেছেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন, সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিনের অনুসারী নেতারা। গতকাল শনিবার বিকেলে বুড়িচং উপজেলার কংসনগর বাজারে প্রচারণার সময় তাঁরা ঘোড়া প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চান।

এর আগে ২১ মে অনুষ্ঠিত সদর দক্ষিণের উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল হাই ওরফে বাবলুর পক্ষে কাজ করেন বাহাউদ্দিনের অনুসারীরা। ওই নির্বাচনে সাবেক অর্থমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারওয়ারকে পরাজিত করেন বাহাউদ্দিনের অনুসারী আবদুল হাই।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুড়িচং উপজেলায় চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ঘোড়া প্রতীক নিয়ে আখলাক হায়দার, টেলিফোন প্রতীক নিয়ে তারেক হায়দার, আনারস প্রতীক নিয়ে বাছির খান ও দোয়াত–কলম প্রতীক নিয়ে রেজাউল করিম লড়ছেন। আখলাক হায়দার বুড়িচং উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গতকাল বিকেলে বুড়িচং উপজেলার কংসনগর বাজারে আখলাকের নির্বাচনী প্রচারণায় অংশ নেন বাহাউদ্দিনের অনুসারী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমান, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন লোধ, আদর্শ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. আমিনুল ইসলাম ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ। তাঁরা কংসনগর বাজারে ঘোড়া প্রতীকের পক্ষে মিছিল করেন। পরে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন।

আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সংসদ সদস্য বাহাউদ্দিনের নির্দেশে আমরা আখলাক ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। বাহার ভাই একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি আরেকজন বীর মুক্তিযোদ্ধার পক্ষে কাজ করতে আমাদের নির্দেশ দিয়েছেন।’

দলীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি কুমিল্লার দেবীদ্বার উপজেলার চেয়ারম্যান নির্বাচন, দাউদকান্দি পৌরসভা, ২০১৯ সালে মুরাদনগর, ব্রাহ্মণপাড়া ও বরুড়া উপজেলা, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচন ও সর্বশেষ সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে বাহাউদ্দিনের অনুসারীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে পছন্দের প্রার্থীর বিজয় নিশ্চিত করেন।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন বলেন, ৫০ বছরের বেশি সময় বাহাউদ্দিন রাজনীতির মাঠে। তাঁর কর্মী ও অনুসারীরা কুমিল্লার বিভিন্ন উপজেলায় ছড়িয়ে আছেন। অনেকে প্রার্থী হয়েছেন উপজেলায়। তাঁদের পক্ষে আচরণবিধি মেনে কাজ করার নির্দেশনা থাকে নেতার। তাই সদর দক্ষিণের পর এবার বুড়িচংয়ে কাজ করছেন তাঁরা।