নাটোরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ট্রেন দুর্ঘটনা
প্রতীকী ছবি

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেলে করে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী–স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার স্বরাপুর গ্রামে দোডাঙ্গী রেলগেটে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত দুজন হলেন বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের মফিজুর রহমান (৫৮) ও তাঁর স্ত্রী সাবিনা বেগম (৪৮)। ঘটনার সময় তাঁরা মোটরসাইকেলে করে রেললাইন পার হচ্ছিলেন।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলটি রেল পুলিশের অধীন। তাই রেলগেট অরক্ষিত থাকার ব্যাপারে তিনি কিছুই জানেন না। দুর্ঘটনার খবর পেয়ে তিনি রেলওয়ে পুলিশকে জানিয়েছেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হারুনুজ্জামান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, মফিজুর রহমান শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ গ্রাম জামনগরে যাচ্ছিলেন। স্বরূপপুর গ্রামের দোডাঙ্গী রেলগেট খোলা পেয়ে তাঁরা রেলক্রসিং পার হচ্ছিলেন।

এ সময় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি আসছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দম্পতির মৃত্যু হয়। খবর পেয়ে জামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নয়েজ মাহমুদ ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয় লোকজন তাঁর কাছে ওই রেলেগেটে প্রহরী নিয়োগের দাবি জানান।

ইউপি চেয়ারম্যান নয়েজ মাহমুদ প্রথম আলোকে বলেন, গেটম্যান না থাকায় দোডাঙ্গী রেলগেটটি সব সময় অরক্ষিত থাকে। গেটম্যান নিয়োগের ব্যাপারে তিনি বহুবার প্রশাসনকে অনুরোধ করেছেন। কিন্তু ফল হয়নি।