চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মো. বাদশা (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাতটার দিকে উপজেলার মিঠাছড়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস তাঁকে চাপা দেয়।
নিহত বাদশা চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার নোয়াগাঁও তালুকদার পাড়ার বাসিন্দা ছিলেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত বাদশা দীর্ঘদিন ধরে মিরসরাই উপজেলা সদর ইউনিয়নের গড়িয়াইশ এলাকায় ভাড়া ঘরে থেকে কৃষিকাজ করতেন। সকালে মিঠাছড়া বাজার থেকে বাড়িতে ফেরার পথে ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান বাদশা।