নাশকতার মামলায় সান্তাহার পৌরসভা ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৪

গ্রেপ্তার
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলায় যুবলীগের সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের মামলায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সান্তাহার পৌরসভা ছাত্রদলের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন সান্তাহার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন (২৪), যুবদল কর্মী ফেরদৌস মাহমুদ (৪০), নসরতপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (৩৮) ও কন্দ্রগ্রামের জিয়াদ আলী (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ নভেম্বর রাতে আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বাদী হয়ে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আবদুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসানসহ ৩৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে জিয়াদ আলীর নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।