মানিকগঞ্জে বিএনপি নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, আটক ৫

অবরোধের সমর্থনে মানিকগঞ্জ পৌর এলাকার মানরা এলাকায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করলে ব্যানার কেড়ে নেয় পুলিশ। আজ মঙ্গলবার সকালে
ছবি: আব্দুল মোমিন

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের সমর্থনে মানিকগঞ্জে মিছিল করেছেন দলের নেতা–কর্মীরা। সেখানে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ শটগানের গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপির কয়েক নেতা-কর্মী আহত হন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে মানরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির পাঁচ নেতাকে আটক করেছে। আটক হওয়া নেতা–কর্মীরা হলেন জেলা বিএনপির সহসভাপতি আজাদ হোসেন খান, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ওরফে লিটন, জেলা কৃষকদলের সাবেক সভাপতি মনির হোসেন ও পৌর যুবদলের সদস্য আরিফ হোসেন।

বিএনপির নেতারা দাবি করেন, অবরোধের সমর্থনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শটগানের গুলি ছোড়ে। এতে বিএনপির অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।

বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার পর ৫ জনকে আটক করে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ পৌর এলাকার মানরা এলাকায়
ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শী ও সরেজমিনে দেখা গেছে, আজ সকাল সোয়া সাতটার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম সেওতা এলাকা থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। অবরোধের সমর্থনে ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দিতে নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যেতে থাকেন। সকাল সাড়ে সাতটার দিকে মানরা এলাকায় মিছিল নিয়ে নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে উঠতে গেলে পুলিশ মিছিলের ব্যানার কেড়ে নেয়। এরপর পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ শটগানের কয়েকটি গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস জিন্নাহ কবির বলেন, বিনা উসকানিতে অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। পুলিশের গুলি ও পাল্টাপাল্টি ধাওয়ায় বিএনপির অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। মিছিল থেকে দলের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন
শটগানের কয়েকটি গুলি ছুড়ে বিএনপি নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার মানরা এলাকায়
ছবি: প্রথম আলো

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা গণতান্ত্রিক অধিকার। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার পুলিশ বাহিনীকে দিয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে আসছে। গুলি করে নেতা-কর্মীদের আহত করেছে। বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ সরকার বলেন, অবরোধ সমর্থনকারীরা যানবাহনে অগ্নিসংযোগ ও সহিংসতা চালাতে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁদের বাধা দিলে পুলিশের ওপর আক্রমণ ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে শটগানের গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।