সিলিন্ডারে গ্যাস ঢোকানোর সময় লাগা আগুনে নারী–শিশুসহ দগ্ধ ৫

হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ নারী ও শিশু। শনিবার দুপুরে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ছবি: প্রথম আলো

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে আরেকটি সিলিন্ডারে গ্যাস ঢোকানোর সময় লাগা আগুনে নারী-শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। শনিবার বেলা আড়াইটায় বীরগঞ্জ পৌর শহরের সেন্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন পৌর শহরের সেন্টারপাড়া এলাকার জাহিদুল ইসলাম (৩৫), তাঁর ছেলে জয় (১৩), প্রতিবেশী বেলাল হোসেনের স্ত্রী শাহানা বেগম (৩৫), শাহানার মেয়ে লামিয়া খাতুন (২) ও প্রতিবেশী মাইনউদ্দিনের ছেলে সাইদুর (৫)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় জয় ও সাইদুরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মেরাজ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাড়িতে ব্যবহৃত বড় এলপিজি সিলিন্ডার থেকে নিজ বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত ছোট সিলিন্ডারে গ্যাস ঢোকাচ্ছিলেন জাহিদুল ইসলাম। আঙিনায় খেলা করছিল শিশুরা। এ সময় অসতর্ক অবস্থায় সিলিন্ডারে আগুন লাগলে জাহিদুলের প্রতিবেশীসহ পাঁচজন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মেরাজ আলী বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা শঙ্কামুক্ত। তাঁদের বাড়িঘরেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আব্দে মুকিত সৌরভ বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে শিশু জয় ও সাইদুরের অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে পাঠানো হয়েছে।