রায়গঞ্জে জিপিএ-৫ পেয়েছেন যমজ দুই ভাই

২০২২ সালের এইচএসএসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন যমজ দুই ভাই রূপম মাহমুদ ও রিদম মাহমুদ। সম্প্রতি রায়গঞ্জ উপজেলার ভূঞাগাঁতী এলাকায় রূপম ও রিদমদের বাসায়
ছবি: সাজেদুল আলম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার যমজ দুই ভাই ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) জিপিএ-৫ পেয়েছেন। আনন্দের এই দিনে বাবার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁরা। ফল প্রকাশের পর বুধবার দুপুরে কথা হয় দুই ভাই রূপম মাহমুদ ও রিদম মাহমুদের সঙ্গে। তাঁরা জানান, উপজেলার সরকারি বেগম নূরুন্নাহার তর্কবাগীশ কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে তাঁরা সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

মো. আবদুল মালেক সরদার ও আমিনা খাতুন দম্পতির যমজ ছেলে রূপম ও রিদম। ২০১৯ সালের আগস্ট মাসে হঠাৎই মারা যান তাঁদের বাবা। সেই থেকে রায়গঞ্জ উপজেলার ভূঞাগাঁতী এলাকায় বসবাস করছেন তাঁরা। এর আগে এসএসসি ও জেএসসি পরীক্ষায় গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী পাইলট উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন দুই ভাই। কালিয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতেও দুই ভাই জিপিএ-৫ পান।

কবিতা লেখা আর ক্রিকেট খেলা দুই ভাইয়ের খুব প্রিয়। তবে পড়ালেখার ফাঁকে একটু সময় পেলেই শখের সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন দুই ভাই। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে দুই ভাইয়ের পড়ালেখা। সেইভাবে চেষ্টাও অব্যাহত রেখেছেন তাঁরা। পরীক্ষার ফলে সন্তোষ প্রকাশ করে রূপম ও রিদম জানান, মেডিকেলে ভর্তির জন্য কোচিং করছেন। আশা করছেন তাঁদের স্বপ্ন পূরণ হবে।

রূপম ও রিদমের মা আমেনা খাতুন বলেন, ‘স্বামীকে হারিয়ে দুই ছেলেকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখছি। ওরা মানুষ হলে স্বামীর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবে রূপ লাভ করবে। সন্তানদের জন্য সবার কাছে দোয়া চাই।’

সরকারি বেগম  নূরুন্নাহার তর্কবাগীশ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সিরাজুল হক বলেন, রূপম ও রিদমের ফল বরাবরই ভালো। আগামী দিনে তাঁদের প্রত্যাশা অনুযায়ী বিষয়ে পড়ালেখা করতে পারবেন বলে তিনি আশাবাদী।