প্রথম আড়াই ঘণ্টায় ৮% ভোট

বন্দর পূর্ব আবাসিক এলাকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল নয়টায়ও ভোটারের উপস্থিতি দেখা যায়নি। আজ সকাল নয়টায় চট্টগ্রামের পতেঙ্গায়প্রথম আলো

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ১৫২ কেন্দ্রে প্রথম আড়াই ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ৪১ হাজার। এই আসনে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৮৫২টি। ভোটার সংখ্যার হিসাবে তা প্রায় ৮ শতাংশ। এই আসনের নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্য পাওয়া গেছে।

সকালে নয়টায় এই আসনের বন্দর পূর্ব আবাসিক এলাকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের কোনো লাইন নেই। দু-একজন করে কেন্দ্রে ভোটার আসছেন। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার মোহাম্মদ জাবেদ রহিম প্রথম আলোকে বলেন, এখানে ভোটার সংখ্যা ৩ হাজার ৪৪৪। প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে ১০০টি। কেন্দ্রটিতে ভোট দেওয়ার পর শাহানা আক্তার নামের এক ভোটার প্রথম আলোকে বলেন, ‘ভিড় নেই। খুব সহজেই ভোট দিয়েছি।’

এই কেন্দ্রের কাছাকাছি বন্দর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রেও ভোটারের লাইন দেখা যায়নি। দু–একজন করে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। এই আসনে মোট ভোটার ৩ হাজার ৪৫৩ জন। ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মোহাম্মদ জাকারিয়া নামের একজন প্রথম আলোকে বলেন, ‘প্রথমবার ভোট দিলাম। লাইনে দাঁড়াতে হয়নি।’
কেন্দ্র দুটিতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট দেখা গেছে। অন্য পাঁচ প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।

এই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ হচ্ছে। প্রথম দুই ঘণ্টা সাড়ে ৭ শতাংশ এবং আড়াই ঘণ্টায় ৮ শতাংশ ভোট পড়েছে।

চট্টগ্রাম-১১ আসনে নৌকা প্রতীকে লড়ছেন তিনবারের সংসদ সদস্য এম এ লতিফ। তার বড় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক। তিনি ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ড নিয়ে বন্দর-পতেঙ্গা-ইপিজেড আসন। এই ১০টি হলো ২৭ থেকে ৩০ ও ৩৬ থেকে ৪১ নম্বর ওয়ার্ড। এই আসনে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৮৫২।  

চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন ধরা হয় বন্দর-পতেঙ্গাকে। কারণ, এখানে চট্টগ্রাম সমুদ্রবন্দর, বিমানবন্দর, টানেল, জ্বালানি পরিশোধন কারখানাসহ রাষ্ট্রীয় বেশ কটি গুরুত্বপূর্ণ স্থাপনা (কি-পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই) রয়েছে। সারা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৮০ শতাংশ পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অর্থাৎ সারা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য ও জ্বালানির কেন্দ্রবিন্দু এই এলাকা।

এই আসনে মূল লড়াই হচ্ছে নৌকা ও কেটলি প্রতীকের প্রার্থীর মধ্যে। মূল প্রতিদ্বন্দ্বিতার বাইরে আছেন পাঁচ প্রার্থী। তাঁরা হলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবুল বাশার মোহাম্মদ জয়নুল আবেদীন (চেয়ার), বাংলাদেশ সুপ্রিম পার্টির মহি উদ্দিন (একতারা), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নারায়ণ রক্ষিত (আম), গণফোরামের উজ্জ্বল ভৌমিক, (উদীয়মান সূর্য) ও তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ)।