আনন্দ-উচ্ছ্বাসে ভাওয়াল রাজবাড়ি মাঠে জিপিএ-৫ উৎসব শুরু

গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসবে অংশ নিতে ২ হাজার ৫২৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে
ছবি: প্রথম আলো

গাজীপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। উৎসবে অংশ নিতে  ২ হাজার ৫২৫ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নিবন্ধন করেছে।

গত ১৬ জানুয়ারি চট্টগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে জিপিএ-৫ উৎসব। আয়োজনটিতে সহযোগিতা করছে ফ্রেশ, কনকর্ড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

সুখপ্রীতা হেরা কালিয়াকৈর উপজেলার আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। সে বন্ধুদের সঙ্গে এসেছে এই উৎসবে। সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত সুখপ্রীতা হেরা বলে, ‘প্রথম আলোর সংবর্ধনা অনুপ্রেরণার অনন্য বিশেষত্ব। এই আনন্দ আয়োজনে উপস্থিত সব গুণীজনের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করে দেশকে ভালোবাসতে নিজেকে প্রস্তুত করতে চাই।’

সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আরেফিন বলে, উৎসব উপলক্ষে এখানে অনেকের সঙ্গে নতুন করে পরিচয় হয়েছে। লেখাপড়া ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। নতুন-পুরোনো বন্ধুদের সঙ্গে দিনটি খুবই ভালো কাটবে বলে তার আশা।

দিনব্যাপী এই সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সনদ, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স, স্ন্যাকস বক্সসহ অন্যান্য উপহার।

শিক্ষার্থীদের সাফল্যের আনন্দ উদ্‌যাপন করতে সাংস্কৃতিক পর্বে কণ্ঠশিল্পী শাহারুল ইসলাম ও চয়নিকা উপস্থিত থাকবেন।

জীবনে চলার পথে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে উপস্থিত থাকবেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গিয়াস উদ্দিন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক অসীম ভিবাকর, ভাষাশহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীনসহ বিশিষ্টজনেরা।