মেহেরপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ কৃষকের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া কৃষকের নাম সাহাদুল ইসলাম (৫০)। তিনি উপজেলার বামন্দী ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত তৈমুদ্দীনের ছেলে। গত বুধবার রাত ৯টার দিকে একই গ্রামে তীব্র শীতের মধ্যে প্রতিবেশীদের সঙ্গে সড়কের পাশে জ্বালানো খড়কুটার আগুন পোহাতে গিয়ে সাহাদুলের চাদরে আগুন লেগে যায়। এতে তিনি গুরুতর দগ্ধ হন।

প্রতিবেশী ও স্থানীয় সূত্রে জানা যায়, দগ্ধ অবস্থায় সাহাদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাহাদুলের শরীরের অর্ধেক অংশ আগুনে পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আলমগীর। তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে কুষ্টিয়ায় পাঠানো হয়েছিল।

বামন্দী ইউনিয়ন পরিষদের সদস্য কাওছার আলী বলেন, দগ্ধ সাহাদুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা গেছেন।