নাটোরে প্রতীক বরাদ্দের আগেই ভোট চাওয়ায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলামছবি: সংগৃহীত

প্রতীক বরাদ্দের আগেই ভোট চাওয়ায় নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার স্বাক্ষরিত ওই নোটিশ হাতে পেয়েছেন ওই প্রার্থী।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম (মাসুম) সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। গত বৃহস্পতিবার গোকুলনগর জুনিয়র বন্ধুমহল ক্লাব ও গোকুলনগর যুব সম্প্রদায়ের উদ্যোগে গোকুলনগর এলাকায় আয়োজিত ইসলামি জলসা ও তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি তাঁর ফেসবুক পেজে স্বনির্বাচিত প্রতীক ‘দোয়াত-কলম’ প্রতীকে ভোট চেয়েছেন।

এ ছাড়া তিনি গতকাল দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুড়িয়া জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের ও এলাকাবাসীর কাছে দোয়া সহযোগিতা ও ভোট চেয়েছেন। ওই প্রার্থীর এসব কাজ উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি-৫(১) লঙ্ঘনের শামিল। তাই প্রতীক বরাদ্দের আগেই এলাকাবাসীর কাছে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে তাঁর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চেয়ে তাঁর কাছে রিটার্নিং কর্মকর্তা নোটিশ পাঠিয়েছেন। ২১ এপ্রিলের বেলা সাড়ে ৩টায় সশরীর তাঁর কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রিয়াজুল ইসলাম বলেন, ইসলামি জলসায় যে প্রচার চালানো যাবে না, তা তিনি জানতেন না। স্বনির্বাচিত প্রতীকে ভোট চাওয়া প্রসঙ্গে তিনি বলেন,‘এ অভিযোগ সঠিক না। আমি সুনির্দিষ্ট করে প্রতীকের কথা উল্লেখ করিনি। কেউ কেউ জিজ্ঞাসা করেন। তাই বলেছি প্রথম পছন্দ দোয়াত-কলম।’ তিনি কারণ দর্শানোর নোটিশ গতকাল সন্ধ্যায় পেয়েছেন বলে জানান।

জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলামকে শোকজ করার বিষয়টি নিশ্চিত করেছেন।