নেত্রকোনায় কৃষককে পায়ে পিষ্ট করে মারল হাতি

বন্য হাতি
ফাইল ছবি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে বিজয়পুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম বুনেশ রিছিল (৬২)। তিনি পশ্চিম বিজয়পুর গ্রামের বাসিন্দা। এর আগে গত ১৫ নভেম্বর কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের নুরুল ইসলাম বন্য হাতির আক্রমণে মারা যান।

এলাকার কয়েক বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ভারতের মেঘালয় রাজ্যের বাগমারা অঞ্চল থেকে বিজয়পুর এলাকায় আমন ধানের খেতে বন্য হাতির পাল নেমে আসে। ৩৫ থেকে ৪০টি হাতি ছিল ওই পালে। হাতিগুলো কৃষকের খেতের পাকা ধান নষ্ট করছিল। এ সময় বুনেশ রিছিলসহ স্থানীয় লোকজন মশাল জ্বেলে হাতি তাড়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে একটি হাতি বুনেশকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া বুনেশ রিছিলের মেয়ে নির্জলা সুমসাং বলেন, ‘কয়েক দিন পরপর ভারত সীমান্ত থেকে দল বেঁধে হাতি নেমে কৃষকের পাকা ধান নষ্ট করে ফেলে। গতকাল বুধবার রাতে আমরা সবাই মিলে আগুন জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করি। এ সময় একটি হাতি আক্রমণ করে বাবাকে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি।’

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিবিরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে বুনেশ রিছিলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, হাতির আক্রমণে নিহত ব্যক্তির পরিবারকে মরদেহ সৎকারের জন্য প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হবে।