মেহেরপুরে অনলাইন জুয়ায় জড়িত সন্দেহে ছাত্রলীগের ৬ নেতা-কর্মী পুলিশি হেফাজতে

মেহেরপুর জেলার মানচিত্র

অনলাইনে জুয়া পরিচালনার সঙ্গে জড়িত সন্দেহে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহিদুজ্জামান ও ছাত্রলীগের পাঁচ কর্মীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গাংনী উত্তরপাড়া এলাকায় শাহিদুজ্জামানের ব্যক্তিগত কার্যালয়ে গাংনী থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালায়। এ সময় ওই ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

পুলিশি হেফাজতে নেওয়া অন্য পাঁচজন হলেন—রবিউল ইসলাম, জুবায়ের হোসেন, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের এক নেতা।

ডিবি সূত্রে জানা গেছে, শাহিদুজ্জামানের কার্যালয়ে অনলাইনে জুয়া পরিচালিত হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালায়। অভিযানের সময় ওই ছয় ব্যক্তির মুঠোফোনে অনলাইন জুয়ার অ্যাপ্লিকেশন পাওয়া গেছে। পরে তাঁদের কাছ থেকে ১৪টি মুঠোফোন সেট জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, জেলা পুলিশ বেশ কয়েক মাস ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করে আসছে। শাহিদুজ্জামানের ব্যক্তিগত কার্যালয় থেকে জুয়া পরিচালিত হচ্ছে এবং রাজনৈতিক ছত্রছায়ায় এসব অবৈধ ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাই শাহিদুজ্জামানসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।