সিলেটে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় যুবকের সাত বছরের কারাদণ্ড
সিলেটে তথ্যপ্রযুক্তি আইনে হওয়া একটি মামলায় রাকেশ রায় (৪৩) নামের এক যুবকের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবুল কাশেম এ দণ্ডাদেশ দেন।
রাকেশের বিরুদ্ধে ২০১৭ সালের ৫ জুন সিলেটের জকিগঞ্জ থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করা হয়। মামলার বাদী জকিগঞ্জের পঙ্গবট এলাকার ফুযায়েল আহমদ। রাকেশের বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর মন্তব্য পোস্ট করেছেন।
রায় ঘোষণার সময় রাকেশ আদালতে উপস্থিত ছিলেন। তিনি জকিগঞ্জের কেরাইয়া গ্রামের বাসিন্দা। মামলা করার দুই দিন পর ২০১৭ সালের ৭ জুন সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। প্রায় এক বছর তিনি কারাগারে ছিলেন। পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে রাকেশ কারাগার থেকে বের হন।
রাকেশ রায় হিন্দু মহাজোট সিলেট বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর আইনজীবী ইশতিয়াক আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, এ রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।
সাইবার ট্রাইব্যুনাল আদালতের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি মোস্তফা দিলওয়ার আল-আজহার বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। রায় ঘোষণার পর রাকেশকে কারাগারে পাঠানো হয়েছে।