গোপালগঞ্জে মামার বিরুদ্ধে ভাগনেকে গুলি করার অভিযোগ

গোপালগঞ্জে মামার এয়ারগানের গুলিতে আহত রাশেদুজ্জামান তানিম
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রাশেদুজ্জামান তানিম (২৯) নামের এক যুবককে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে তাঁর মামার বিরুদ্ধে। আজ শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ পৌরসভার নবীনবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই যুবকের মামা শেখ মোস্তফা কামালকে এয়ারগানসহ আটক করেছে গোপালগঞ্জ থানার পুলিশ। মোস্তফা কামাল সাবেক সেনা কর্মকর্তা। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহত রাশেদুজ্জামান তানিম গোপালগঞ্জ পৌরসভার নবীনবাগ এলাকার শাহিদুজ্জামান মিয়ার ছেলে। ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, ওই এলাকার বাসিন্দা মোস্তফা কামালের সঙ্গে জমিজমা নিয়ে তাঁর ভগ্নিপতি শাহিদুজ্জামান মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল।

ওই বিরোধ নিয়ে শনিবার বিকেলে শ্যালক-ভগ্নিপতির মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মোস্তফা কামাল তাঁর এয়ারগান দিয়ে শাহিদুজ্জামান মিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় শাহাদুজ্জামানের ছেলে রাশেদুজ্জামান তানিম আহত হন। পরে তাঁকে স্থানীয়রা ও পরিবারের লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে রাশেদুজ্জামান ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় রাশেদুজ্জামান তানিম নামে এক যুবক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তাঁর ডান পায়ে কয়েকটা গুলি বিদ্ধ ছিল। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।