বগুড়ার শেরপুরে খড়বাহী চলন্ত ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

খড়বাহী চলন্ত ট্রাকে দেওয়া আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মী। বুধবার মধ্যরাতে শেরপুর উপজেলার দশমাইল এলাকায়
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় খড়বাহী একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার দশমাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। খড় নিয়ে ট্রাকটি নওগাঁ থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল।

ট্রাকটির চালক আবদুল মজিদ বলেন, শাহজানপুর উপজেলার নয় মাইল বাজার অতিক্রম করে শেরপুর উপজেলার দশমাইল এলাকায় পৌঁছালে রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ট্রাকটি লক্ষ্য করে ককটেল ছুড়ে মারেন। এতে ট্রাকের খড়ে আগুন ধরে যায়। ওই অবস্থায় দ্রুত ট্রাক চালিয়ে অন্তত চার কিলোমিটার দূরে শেরপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে যান। সেখানে শেরপুর হাইওয়ে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নাদির হোসেন প্রথম আলোকে বলেন, আগুন নিভিয়ে খড়গুলো নামিয়ে ফেলা হলে ট্রাকটির চালক পরে নারায়ণগঞ্জের উদ্দেশে চলে গেছেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল ফয়সল বলেন, অবরোধ চলাকালে ট্রাকটি শেরপুরে প্রবেশ করার পর দুর্বৃত্তরা চলন্ত খড়ের ট্রাকে আগুন দিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।