গ্যাস কূপ রক্ষণাবেক্ষণে আকাশে থাকবে অগ্নিশিখা, আতঙ্কিত না হওয়ার আহ্বান

গ্যাস কূপ রক্ষণাবেক্ষণে আকাশে থাকবে অগ্নিশিখা, আতঙ্কিত না হওয়ার আহ্বান
সিলেটের জালালাবাদ গ্যাসক্ষেত্রের লাক্কাতুরায় আগামী মঙ্গলবার ভোর থেকে গ্যাস কূপ রক্ষণাবেক্ষণ কাজ করবে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানি ‘শেভরন বাংলাদেশ’। এ জন্য মঙ্গলবার ভোর থেকে পরবর্তী ৬০ ঘণ্টা আকাশে ‘ফায়ার ফ্লো’ (অগ্নিশিখা) দেখা যাবে।

এ ব্যাপারে আতঙ্কিত না হয়ে ঘটনাস্থলের আশপাশে জনসমাগম পরিহার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ‘শেভরন বাংলাদেশ’ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেভরন বাংলাদেশের জালালাবাদ গ্যাসফিল্ডের লাক্কাতুরায় নিয়মিত গ্যাস কূপ রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী ৬০ ঘণ্টা অগ্নি–প্রজ্বালনব্যবস্থা চলমান থাকবে। গ্যাসকূপ-সংলগ্ন এলাকার জনগণ ও পরিবেশ নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে কর্ম-এলাকার আশপাশে জনসমাগম পরিহার করে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে সবাইকে সহযোগিতা করার বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

শেভরন বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, ঈদের পরদিন মঙ্গলবার ভোর থেকে ওই কার্যক্রম চলবে। এ ব্যাপারে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।