কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

মামলাপ্রতীকী ছবি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে দলটির স্থানীয় নেতা-কর্মীদের দুই পক্ষের সংঘর্ষে এক নেতা নিহতের ঘটনার দুই দিন পর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

আজ মঙ্গলবার নিহত আবুল হাসান ওরফে রতনের (৫৫) ছোট ভাইয়ের স্ত্রী অজিফা খাতুন ১৩ জনকে আসামি করে তাড়াইল থানায় মামলাটি করেন। মামলায় ১ নম্বর আসামি করা হয় প্রতিপক্ষ রাউতি ইউনিয়ন বিএনপির সদস্য গিয়াস উদ্দিনকে।

এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন মো. রুবেল মিয়া (৩৫)। তিনি এ মামলার ৫ নম্বর আসামি। রুবেল ১ নম্বর আসামি গিয়াস উদ্দিনের ছেলে। গত রোববার রাতে ময়মনসিংহ থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। তিনি এ মামলা ছাড়াও অন্য আরেকটি মামলা ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

রোববার বেলা ১১টার দিকে তাড়াইলের রাউতি ইউনিয়নের বানাইল বাজারে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা যান রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান। আবুল হাসান স্থানীয় বানাইল গ্রামের মৃত নূরুল হকের ছেলে।

তাড়াইল থানার পরিদর্শক মো. শ্যামল মিয়া বলেন, আজ নিহত ব্যক্তির ছোট ভাইয়ের স্ত্রী ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। প্রধান আসামি গিয়াস উদ্দিনের ছেলে রুবেল মিয়াকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।