হালুয়াঘাটে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক দুই সংসদ সদস্যসহ ৩৮ জনের নামে মামলা
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় সাবেক দুই সংসদ সদস্যসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হত্যাচেষ্টার অভিযোগে গতকাল বৃহস্পতিবার আহত শিক্ষার্থীর বাবা উপজেলার জুগলী ইউনিয়নের রান্ধুনীকুড়া গ্রামের আবদুস সাত্তার বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলাটি করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক (সায়েম), উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জুয়েল আরেং, সাধারণ সম্পাদক ও হালুয়াঘাট পৌর সভার সাবেক মেয়র খায়রুল আলম ভূঞা প্রমুখ। এ মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন মনিরুল হাসান (১৮)। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের প্রায় ৬০ জন নেতা–কর্মী মিছিল করতে বাধা দেন। বাধা উপেক্ষা করে মিছিল করার সময় মিছিল তাঁরা দেশি–বিদেশি ধারালো অস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এতে মনিরুলসহ দু–তিনজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে হালুয়াঘাট হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।