ফসলি জমি ও ভবন রক্ষার আন্দোলন

নেতিবাচক নানা ঘটনার মধ্যে পদ্মা সেতু চালু হওয়া খুলনা অঞ্চলের মানুষকে আনন্দে ভাসিয়েছে।

বাণীশান্তার ৩০০ একর তিন ফসলি জমি হুকুম-দখলের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়েছেন কৃষকেরাফাইল ছবি

দেখতে দেখতে শেষ হচ্ছে আরও একটি বছর। বছরজুড়ে ঘটেছে ভালো-মন্দ ঘটনা। কৃষিজমি ও ঐতিহাসিক ভবন রক্ষায় খুলনায় প্রতিবাদে মুখর হয়েছে মানুষ। অন্যদিকে রহিমা বেগমের নিখোঁজের ঘটনা খুলনা ছাড়িয়ে সারাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। নেতিবাচক নানা ঘটনার মধ্যে পদ্মাসেতু চালু হওয়া খুলনার মানুষকে আনন্দে ভাসিয়েছে।

কুয়েটে ছাত্রলীগ নেতা–কর্মীদের শাস্তি

বছরের শুরুর দিকেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লালন শাহ হলের প্রাধ্যক্ষ মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ানসহ চার শিক্ষার্থীকে চিরতরে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। এ ছাড়া আরও ৪০ শিক্ষার্থীকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়। ওই শিক্ষার্থীরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী ছিলেন। ২০২১ সালের ৩০ নভেম্বর অধ্যাপক সেলিম হোসেন ক্যাম্পাসের কাছের ভাড়া বাসায় মারা যান। অভিযোগ ওঠে, মৃত্যুর দিন দুপুরে বাসায় ফেরার পথে ছাত্রলীগের নেতা-কর্মীরা অধ্যাপক সেলিমকে বিভাগে তাঁর কক্ষে নিয়ে যান। সেখানে তাঁর ওপর মানসিক নিপীড়ন চালানো হয়।

ঐতিহাসিক ভবন রক্ষার দাবি

বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষার স্বপ্নদ্রষ্টা চিত্রশিল্পী শশীভূষণ পালের হাতে প্রতিষ্ঠিত দেশের প্রথম শিল্পশিক্ষা প্রতিষ্ঠান মহেশ্বরপাশা স্কুল অব আর্ট। সেই প্রতিষ্ঠানের প্রায় শত বছরের পুরোনো প্রথম ভবনটি নিলামে বিক্রি হতে যাচ্ছে, এ রকম খবরে নড়চড়ে বসে খুলনার সচেতন মহল। বছরের শুরুর দিকে ঐতিহাসিক ওই ভবন রক্ষার দাবিতে সরব হয়ে ওঠেন সংস্কৃতি কর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। ভবনটি সংরক্ষণের দাবিতে মতবিনিময়, স্মারকলিপি প্রদান, গণস্বাক্ষর গ্রহণ, প্রতিবাদী চিত্রাঙ্কনসহ নানা রকম কর্মসূচি পালন করেন তাঁরা।

পদ্মা সেতু চালু

২৫ জুন দেশের বৃহত্তম সেতু পদ্মা সেতু চালু হওয়াটা খুলনার মানুষের জন্য ছিল এক স্বপ্ন পূরণের ক্ষণ। আগে খুলনা থেকে ঢাকা যেতে অন্তত সাত ঘণ্টা লাগত। সেতু চালুর ফলে সময় কমে সাড়ে তিন ঘণ্টা হয়েছে। পদ্মা সেতু ঘিরে খুলনা অঞ্চলে পর্যটনের বড় সম্ভাবনাও তৈরি হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দূরত্ব কমায় বিনিয়োগে উৎসাহী দেশি-বিদেশি শিল্পোদ্যোক্তারা নতুন নতুন শিল্পকারখানা গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই মোংলা বন্দরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছোট-বড় নতুন নতুন শিল্প-কলকারখানা গড়ে উঠতে শুরু করেছে। ঝক্কি ঝামেলা ছাড়াই কম সময়ে কৃষিপণ্য ও এই অঞ্চলের মাছ সরাসরি ঢাকায় চলে যাচ্ছে।

বানিশান্তায় ফসলি জমি রক্ষার আন্দোলন

মোংলা বন্দর সচল রাখতে পশুর নদ খননের বালুমাটি ফেলার জন্য খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তা ইউনিয়নের ৩০০ একর কৃষিজমির হুকুম-দখল করার বিষয়টি নিয়ে বছরজুড়েই নানা প্রতিবাদ করেছে স্থানীয় কৃষক ও পরিবেশবাদী সংগঠনগুলো। ড্রেজিং করা বালুমাটি ফেলার উপযুক্ত ও বিকল্প স্থান রয়েছে দাবি করে, বাণীশান্তার ৩০০ একর তিন ফসলি উর্বর কৃষিজমি হুকুম-দখলের সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানায় তারা। ২০২০ সালে মোংলা বন্দর কর্তৃপক্ষ পশুর নদ ড্রেজিং-সংক্রান্ত ‘মোংলা বন্দর ইনার বার ড্রেজিং’ শীর্ষক প্রকল্প গ্রহণ করে।

বিএনপির গণসমাবেশ

খুলনায় গত অক্টোবরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হয়। এ কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়ায়। কর্মসূচির দুই দিন আগেই বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা আসে। আর আগের দিন বিভাগীয় শহর খুলনাকে সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলা হয়। দুই দিন আগে থেকে সড়কপথে বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে নদীপথে লঞ্চ চলাচলও বন্ধ করে দিলে খুলনা মহানগর অনেকটা অবরুদ্ধ হয়ে পড়ে। এ দিকে, সমাবেশের আগের দিন লাঠিসোঁটা নিয়ে দিনভর ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি দেখা যায় রাস্তায় রাস্তায়। তবে বাধার মুখেও গণসমাবেশের এক দিন আগেই আশপাশের বিভিন্ন জেলা থেকে বিএনপির অনেক নেতা-কর্মী খুলনায় প্রবেশ করেন।