২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ময়মনসিংহে বাকি দিতে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে দোকানিকে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাকি দিতে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে এক দোকানিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন এমন অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার রাতে তারাকান্দা উপজেলার মাঝিয়াল বাজারে এ ঘটনা ঘটে।

নিহত দোকানির নাম ইকবাল হোসেন (২৩)। তিনি তারাকান্দা উপজেলার দিগারকান্দা গ্রামের সাদেক মুন্সির ছেলে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, মাঝিয়াল বাজারে ইকবাল হোসেন ও তাঁর বাবা সাদেক মুন্সি মিলে একটি মুদিদোকান চালান। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ফারুক নামের এক প্রতিবেশী দোকানে এসে বাকিতে কেনাকাটা করতে চাইলে ইকবাল তাতে রাজি হননি। এ নিয়ে ইকবালের সঙ্গে ফারুকের কথা-কাটাকাটি হয়। পরে ফারুক খবর দিয়ে দোকানটির সামনে তাঁর লোকজন নিয়ে আসেন। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে দোকানে থাকা ইকবাল ও তাঁর বাবা সাদেককে ছুরিকাঘাত করেন ফারুক। এতে ইকবাল ঘটনাস্থলেই মারা যান। ছুরিকাহত সাদেক মুন্সিকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। নিহত তরুণের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।