কলাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশা খাদে, নিহত ২

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারালে সেটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় দুজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশাটির চালকসহ চারজন। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিশকানি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তিরা হলেন আফজাল হোসেন (৬০) ও মোহাম্মদ জাকারিয়া (২৩)। আফজাল বরগুনা সদর উপজেলার বড়ইতলা ও জাকারিয়া একই উপজেলার চরপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চালক জামাল হোসেন বরগুনার আমতলী পৌর শহরের চৌরাস্তা থেকে তাঁর সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশে রওনা দেন। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিশকানি এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় অটোরিকশাটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই আফজাল হোসেন ও মোহাম্মদ জাকারিয়া নামে অটোরিকশাটির দুই যাত্রীর মৃত্যু হয়।

স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত চারজনকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে অটরোকিশার চালক মো. জামাল হোসেন (৩৭) ও আবদুল মতিন (৪১) নামের এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের পরিচয় জানা যায়নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।