অটোরিকশা নিয়ে বের হলেন যুবক, ফিরলেন লাশ হয়ে

বাসের ধাক্কায় নিহত রবিউলের বাড়িতে স্বজনদের আহাজারি
ছবি: প্রথম আলো

জীবিকার তাগিদে ব্যাটারিচালিত অটোরিকশা চালান রবিউল ইসলাম (৩৬)। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ২০ কিলোমিটার দূরে রংপুর শহরে ছুটে যান তিনি। দিনভর অটোরিকশা চালিয়ে যা আয় হয়, তা নিয়ে রাতে ফিরতেন বাড়িতে। আজ মঙ্গলবারও তিনি শহরে অটোরিকশা চালাতে গিয়েছিলেন। ফিরেও এসেছেন, তবে লাশ হয়ে।

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-রংপুর মহাসড়কে আজ সকাল আটটায় বাসের ধাক্কায় তিনি মারা যান। নিহত রবিউল ইসলামের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে।

বড় দরগাহ হাইওয়ে থানা-পুলিশ জানায়, রবিউল অটোরিকশায় মাল নিয়ে রংপুর থেকে মিঠাপুকুরের যাচ্ছিলেন। বৈরাগীগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ঢাকা থেকে আসা সৈয়দপুরগামী রোমার পরিবহন নামের একটি বাস অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রবিউল মারা যান।

আজ বিকেলে রবিউল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো এলাকায় শোকের মাতম চলছে। বাড়িতে স্বজনদের আহাজারি। রবিউল ইসলামের স্ত্রী কাজলী বেগম দুই ছেলে লিম হোসেন (৯) ও রেজওয়ানুল হক (৫) বুকে জড়িয়ে কাঁদছেন আর মূর্ছা যাচ্ছিলেন। আহাজারি করে কাজলী বেগম বলছিলেন, ‘মোর সুখের সংসার শেষ করি দেইল বাস। মুই ছোট ছাওয়া গুলাক নিয়া এ্যালা কোনটে যাইম। ছাওয়াগুলা কাক বাবা কয়া ডাকবে। ওমাক খাওয়া পড়ার খরচ মুই কোনটে পাইম।’

বড় দরগাহ হাইওয়ে থানার ইনচার্জ ইয়ামিন ঊদ দৌলা বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বাসটি রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলা পীর বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়েছে।