অনিয়মের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত

ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগে বরগুনার আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। শনিবার সকালে এ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

জানা গেছে, আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী, অফিস সহায়ক ও ঝাড়ুদার পদ শূন্য। তিনটি পদে জনবল নিয়োগের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান গত আগস্টে নিয়োগ বিজ্ঞপ্তি দেন। তিনটি পদের বিপরীতে ১৭ চাকরিপ্রার্থী আবেদন করেন। ঝাড়ুদার পদে পাঁচজন, নিরাপত্তাকর্মী পদে পাঁচজন এবং অফিস সহায়ক পদে সাতজন আবেদন করেন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার বরগুনা জিলা স্কুলে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল মান্নান তিনটি পদে তিন প্রার্থী কাছ থেকে ২৪ লাখ টাকা নিয়েছেন। তিন প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে তড়িঘড়ি নিয়োগ বোর্ড গঠন করে নিয়োগ সম্পন্ন করতে চাইছিলেন প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি। এ ছাড়া নিয়োগ পরীক্ষায় আবেদনকারী মো. আল আমিন, মো. বেল্লাল তালুকদার ও কাওসার মিয়াকে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হয়নি। শনিবার বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমানের কাছে ঘুষ–বাণিজ্য ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে ওই তিন প্রার্থী অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বরগুনা জেলা প্রশাসক নিয়োগ পরীক্ষা স্থগিত করে করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। শত্রুতাবশত এই অভিযোগ করা হয়েছে।

বরগুনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম বলেন, অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জানতে চাইলে জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, অভিযোগের বিষয়ে বরগুনা জিলা স্কুলের প্রধান শিক্ষককে ব্যবস্থা নিতে বলা হয়েছে।