অপহরণ করে মুক্তিপণ দাবি, নারায়ণগঞ্জে ১১ আটক

নারায়ণগঞ্জে অপহরণে জড়িত থাকার অভিযোগে র‌্যাবের হাতে আট ‘কিশোর গ্যাংয়ের’ সদস্যরা
প্রথম আলো

নারায়ণগঞ্জে এক কিশোরকে অপহরণের অভিযোগে ১১ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাঁনমারী মাউরাপট্টি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে অপহৃত কিশোরকে।

র‌্যাব বলছে, আটক ১১ জন একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তাঁরা শহরের চাঁনমারী মাউরাপট্টি এলাকায় ত্রাস ও জনমনে ভীতি সৃষ্টি করে নানা অপকর্ম করে আসছিলেন। র‌্যাব-১১–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক ১১ জন হলেন রাসেল মিয়া (১৮), মো. জালাল (১৮), আমিনুল ইসলাম (২৩), মো. জনি ওরফে শফিকুল ইসলাম (১৮), জাকির হোসেন (১৮), মো. আনোয়ার (১৮), জুয়েল রানা (২২), আবু নাঈম (১৮), ফেরদৌস ইসলাম (১৮), আবদুল্লাহ ওরফে শুভ (২৪) ও সাইফুল ইসলাম (১৮)। তাঁদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ অক্টোবর (বৃহস্পতিবার) এই গ্যাংয়ের সদস্যরা এক কিশোরকে অপহরণ করে চাঁনমারী মাউরাপট্টি সেকশন মাঠ এলাকার একটি পরিত্যক্ত ভবনে আটকে রাখেন। এরপর ওই কিশোরকে মারধর করে তাঁর কাছে থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেন। পরবর্তী সময়ে তাঁর মায়ের কাছে ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি নিয়ে ওই কিশোরের মা র‌্যাবের কাছে অভিযোগ করেন। ঘটনার সত্যতা পেয়ে র‌্যাব সদস্যরা গত শুক্রবার রাতে সাড়ে ১১টার দিকে আভিযান চালিয়ে অপহৃত কিশোরকে উদ্ধার করেন। এ সময় অপহরণে জড়িত ১১ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে র‌্যাব বলছে, আটক ব্যক্তিরা দুষ্কৃতকারী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। এ ছাড়া ওই এলাকায় কোনো অপরিচিত লোক এলে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন।