অপহরণের দুই ঘণ্টার মধ্যে কলেজছাত্র উদ্ধার

নরসিংদীতে এক কলেজছাত্রকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হওয়া চার তরুণ
ছবি: সংগৃহীত

নরসিংদী শহরের ব্রাহ্মন্দী থেকে এক কলেজছাত্রকে অপহরণের দুই ঘণ্টার মধ্যে  শিবপুর থেকে উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একই সঙ্গে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা একটার দিকে শিবপুরের ঘাগটিয়া গ্রামের একটি পুকুরপাড় থেকে ওই কলেজছাত্রকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজিম বলেন, ‘অভিযোগ পাওয়ার আগেই আমরা নিজেরা উদ্যোগী হয়ে অপহরণের দুই ঘণ্টার মধ্যেই ওই কলেজছাত্রকে উদ্ধার ও তাঁকে অপহরণের ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছি।’

অপহৃত ওই কলেজছাত্রের নাম সবুজ মোল্লা (১৮)। তিনি শহরের ব্রাহ্মন্দী এলাকার ন্যাশনাল কলেজ অব এডুকেশন নামের একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও সদর উপজেলার চরাঞ্চল করিমপুরের বাদল মোল্লার ছেলে।

সবুজ মোল্লাকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার চারজন হলেন নরসিংদী শহরের সংগীতা এলাকার নাদিম মিয়া ( ১৯), মো. আরিফ মিয়া (২০), ভেলানগর এলাকার প্রান্ত চন্দ্র দাস এবং রায়পুরা উপজেলার শ্রীরামপুর এলাকার মো. মামুন (২৫)।

পুলিশ ও সবুজ মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাতটার দিকে সবুজ মোল্লা নামের ওই কলেজছাত্র শহরের শালিধা এলাকা থেকে ব্রাহ্মন্দী এলাকায় প্রাইভেট পড়তে আসেন। বেলা ১১টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে নরসিংদী সরকারি কলেজ–সংলগ্ন স্থান থেকে তাঁকে জোরপূর্বক একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে নেন চার যুবক। পরে অপহরণকারীরা তাঁকে শিবপুর উপজেলার ঘাগটিয়া গ্রামের একটি পুকুরপাড়ে নিয়ে যান। এ সময় তাঁরা তাঁর পকেটে থাকা চারা হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যান। পরে ওই মুঠোফোনের মাধ্যমে তাঁর মামাকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন ওই চার অপহরণকারী। এই টাকা দিতে না পারলে তাঁকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয়।

জেলা পুলিশ বলছে, নরসিংদী সরকারি কলেজের সামনে এই ঘটনা নিজ চোখে দেখেন জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক কর্মকর্তা। ওই কর্মকর্তার মাধ্যমে ঘটনাটি এসপি কাজী আশরাফুল আজীম জানতে পারেন। পরে এসপির নির্দেশে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসারের নেতৃত্বে কলেজছাত্র সবুজ মোল্লাকে উদ্ধার এবং তাঁকে অপহরণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চার হাজার টাকা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং একটি মুঠোফোন জব্দ করা হয়।

নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জানান, এই ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা করেছেন অপহরণের শিকার সবুজ মোল্লা। ওই মামলায় গ্রেপ্তার হওয়া চার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।