অপ্রাপ্তবয়স্ক বর নিয়ে যাত্রা, মাঝপথেই গুনতে হলো জরিমানা

সাতক্ষীরা জেলার মানচিত্র

অপ্রাপ্তবয়স্ক বর নিয়ে বিয়েতে যাওয়ার পথে জরিমানা গুনলেন একদল বরযাত্রী। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাট বাজারে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা আক্তার গতকাল সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

পুলিশ জানায়, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রাম থেকে বর মেহেদী হাসানকে (১৮) নিয়ে বরযাত্রীরা বের হন। তাঁদের গন্তব্য ছিল কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে। পথিমধ্যে দেবহাটা উপজেলার গাজীরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মাইক্রোবাস এবং বরসহ যাত্রীদের আটক করেন। বরপক্ষ বিয়েতে যাওয়ার কথা স্বীকার করলে মাইক্রোবাসে থাকা বরের দাদা আবদুল জলিল মিস্ত্রিকে ভ্রাম্যমাণ আদালত তিন হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মুচলেকা নিয়ে তাঁদের বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। এ ছাড়া কনের বাড়িতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কালীগঞ্জ উপজেলার ইউএনওকে অবহিত করা হয়।

দেবহাটার ইউএনও তাছলিমা আক্তার বলেন, লকডাউন উপেক্ষা করে সদর উপজেলার বৈচনা থেকে অপ্রাপ্তবয়স্ক মেহেদী হাসানসহ (১৮) তাঁর আত্মীয়স্বজন বিয়ের উদ্দেশ্যে কনের বাড়ি কালীগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে গাজীরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত চলাকালে তাঁদের বহনকারী মাইক্রোবাসটি আটক করা হয়। পরে জরিমানা ও মুচলেকা নিয়ে তাঁদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।