অবেদনবিদ না থাকায় তিন মাস অস্ত্রোপচার বন্ধ

জামালপুর জেলার ম্যাপ

জামালপুর সদর উপজেলার মা ও শিশুকল্যাণ কেন্দ্রে তিন মাস ধরে অস্ত্রোপচার বন্ধ আছে। অবেদনবিদ না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। অথচ এ কেন্দ্রে প্রতি মাসে গড়ে ২০টি অস্ত্রোপচার হতো। এ অবস্থায় এলাকার দরিদ্র অন্তঃসত্ত্বা নারীরা ভোগান্তিতে পড়েছেন।

গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, কেন্দ্রে অন্তঃসত্ত্বা নারীরা চিকিৎসা নিতে আসছেন। কেন্দ্রের দ্বিতীয় তলায় অস্ত্রোপচার কক্ষ। কেন্দ্রের একজন কর্মচারী বলেন, তাঁদের অস্ত্রোপচার কক্ষে সব ধরনের যন্ত্রপাতি আছে। গত মার্চে তাঁদের কেন্দ্রের অবেদনবিদ সোহরাব আলী অবসরে চলে যান। এরপর একজন ডিপ্লোমাধারী অবেদনবিদ দিয়ে অস্ত্রোপচারের কার্যক্রম চালু রাখা হয়। তিনি গত জুলাই মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান। এর পর থেকে অস্ত্রোপচার কার্যক্রম পুরোপুরি বন্ধ।

ইসলামপুর উপজেলার গাঁওকুড়া এলাকার বাসিন্দা মো. বায়েজিদ আহম্মেদের স্ত্রী অন্তঃসত্ত্বা। তিনি তাঁর স্ত্রীর চিকিৎসা মা ও শিশুকল্যাণ কেন্দ্র থেকে করিয়েছেন। কেন্দ্রের চিকিৎসকদের আন্তরিকতা ও সেবায় তিনি খুশি। কিন্তু এই শেষ সময়ে তাঁকে বেসরকারি হাসপাতালের চিকিৎসকের দ্বারস্থ হতে হয়েছে। বায়োজিদ বলেন, ওই কেন্দ্রে বিনা মূল্যে অনেক ভালো সেবা দেওয়া হয়। কিন্তু অস্ত্রোপচার না হওয়ায় এখন বেসরকারি হাসপাতালে যেতে হবে। এতে তাঁর কমপক্ষে ২০ হাজার টাকা খরচ হবে। এখন এত টাকা জোগাড় করতে তাঁকে হিমশিম খেতে হচ্ছে।

কেন্দ্রটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ক্লিনিক) উম্মে হাবিবা বলেন, এ কেন্দ্রে অস্ত্রোপচারসহ বিভিন্ন সেবায় কোনো টাকা লাগে না। ফলে রোগীর সংখ্যা অনেক বেশি। কোনো সমস্যা থাকলে অস্ত্রোপচার করা হয়। কিন্তু তিন মাস ধরে তাঁদের অবেদনবিদ না থাকায় অস্ত্রোপচার হচ্ছে না। দ্রুত একজন অবেদনবিদ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে।