অবৈধভাবে গ্যাসের সংযোগ, সাতজনকে জরিমানা

অবৈধভাবে গ্যাসের সংযোগ নেওয়ার অপরাধে গাজীপুরের শ্রীপুরে ৭ ব্যক্তিকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহায়তায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা। শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড ও পশ্চিমখণ্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযান চলাকালে অবৈধ ৩০০ মিটার গ্যাসলাইন উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় দুই কিলোমিটার এলাকার এক হাজার চুলার গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহারের দায়ে কেওয়া পূর্বখণ্ড ও পশ্চিমখণ্ড এলাকার ৭ জনকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় তিতাস গ্যাসের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অবৈধ গ্যাস–সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।