অবৈধভাবে বালু তোলায় ৯টি শ্যালো মেশিন ধ্বংস

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে বালু তোলার দায়ে আজ শনিবার ৯টি শ্যালো মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পৌর শহরের নিজপাড়া এলাকায় ভোগাই নদ থেকে কয়েকজন অবৈধভাবে বালু তুলছিলেন। বিষয়টি জানতে পেরে বিকেলে ইউএনও মাহফুজুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দুটি শ্যালো মেশিন ধ্বংস করা হয়। এর আগে দুপুরে বুরুঙ্গা সেতুসংলগ্ন এলাকায় চেল্লাখালী নদ থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে পাঁচটি মেশিন ধ্বংস করা হয়। পরে কালাকুমা এলাকায় ভোগাই নদে আরও দুটি মেশিন ধ্বংস করা হয়।

ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। অবৈধ বালু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ নিতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।
মাহফুজুল আলম, ইউএনও, নালিতাবাড়ী

অভিযানের সময় ইউএনওর উপস্থিতি টের পেয়ে শ্যালো মেশিনের মালিক ও শ্রমিকেরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। কালাকুমা এলাকায় বালু নিতে আসা ট্রাকের চালক পাপ্পু মিয়া গাড়ির কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে সড়ক পরিবহন আইনে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় অন্যদের মধ্যে নালিতাবাড়ী থানার পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে ইউএনও মাহফুজুল আলম বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। অবৈধ বালু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ নিতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।