অব্যাহতির আবেদন করলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সেই শিক্ষক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তিন মাসের ছুটি নিয়ে দেড় বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া রহমান চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতির জন্য আবেদন করেছেন। বুধবার তাঁর করা আবেদনপত্রটি হাতে পেয়েছেন বলে আজ বৃহস্পতিবার নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

উপজেলা সদরের বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তানিয়া ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০১৯ সালের ৩ জুলাই থেকে একই বছরের ২ অক্টোবর পর্যন্ত তিন মাসের ছুটি নেন। ছুটি শুরুর আগের দিন ২ জুলাই তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপর থেকে বিদ্যালয়ের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। এতে করোনার কারণে বিদ্যালয়টি বন্ধ থাকলেও ছুটির আগে সেখানে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানাতে উপজেলা সদরের বাইমহাটীতে তানিয়া রহমানের গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়েছেন। তবে কেউ তা গ্রহণ করেননি। গত বছরের ২৩ জুলাই তাঁকে সর্বশেষ চিঠি পাঠানো হয়।

এ নিয়ে বুধবার প্রথম আলো অনলাইনসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরে তানিয়া রহমান চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতির জন্য আবেদন করেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ই-মেইলের মাধ্যমে তানিয়া রহমান চাকরি থেকে অব্যাহতির আবেদন পাঠিয়েছেন। তাঁর আবেদনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন