অভিযানেও কমছে না আচরণবিধি লঙ্ঘন, ৪ দিনে ২৬ জনকে জরিমানা

ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সত্ত্বেও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা কমছে না। গতকাল শনিবার রাতেও উপজেলার চাম্বল, শীলকূপ ও গন্ডামারা ইউনিয়নে অভিযান চালিয়ে প্রার্থীদের জরিমানা করা হয়। এ নিয়ে গত ৪ দিনে বিভিন্ন ইউনিয়নের ৬ জন চেয়ারম্যান প্রার্থী ও ২০ জন সদস্য প্রার্থীকে ২ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল বিকেল চারটার পর থেকে উপজেলার চাম্বল, শীলকূপ ও গন্ডামারা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। এ সময় রাত আটটার পর মাইকের ব্যবহার, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় শীলকূপ ইউনিয়নে ২ জন চেয়ারম্যান প্রার্থী ও গন্ডামারা ইউনিয়নের ১ জন চেয়ারম্যান ও ৩ জন সাধারণ সদস্য প্রার্থীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তা ছাড়া গন্ডামারা ইউনিয়নের একজন সদস্য প্রার্থীকেও আট হাজার টাকা জরিমানা করে দেয়ালে লাগানো পোস্টার, ব্যানার ও তোরণ অপসারণ করা হয়।

খোন্দকার মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, এ নিয়ে ৬ জন চেয়ারম্যান প্রার্থী ও ২০ জন সাধারণ সদস্য প্রার্থীকে ২ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, সব প্রার্থীকে আচরণবিধি মানতে বাধ্য করা হবে।