অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ

অর্ধেক ভাড়া কার্যকর ও নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় নোয়াখালী জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে
ছবি: প্রথম আলো

সারা দেশে যানবাহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর ও নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নোয়াখালী জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। পরে শিক্ষার্থীরা তাঁদের দাবিসংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেন।

যানবাহনে অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। মঙ্গলবার বেলা ১১টায় নোয়াখালী জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে
ছবি: প্রথম আলো

আজ সকাল থেকে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টাউন হলের মোড়ে জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা সেখানে মানববন্ধন করেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আবদুল মালেক উকিল সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। সেখানে তাঁদের দাবিসংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অর্ধেক ভাড়া কোনো ভিক্ষা নয়, এটি শিক্ষার্থীদের অধিকার। গরিব শিক্ষার্থী শুধু ঢাকায় থাকেন না; সারা দেশের জেলা-উপজেলার সবখানেই আছেন। তাই সারা দেশে সব যানবাহনে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া কার্যকরের দাবি জানাচ্ছেন তাঁরা।