অর্ধেক ভাড়া, নিরাপদ সড়কের দাবিতে বরিশালে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে থামে
ছবি: সাইয়ান

সারা দেশে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া, নিরাপদ সড়কসহ ছয় দফা দাবি বাস্তবায়নে গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন বরিশাল নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দাবি আদায় বা বাস্তবায়ন না হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশমুখে সড়কের ওপর বসে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসক চত্বরে ঘণ্টাব্যাপী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর আগে শিক্ষার্থীরা অশ্বিনীকুমার টাউনহল চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে থামে। এরপর শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা ধরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দাবির কথা শুনে বলেন, দাবি জানানোর সঙ্গে সঙ্গেই সেটা পূরণ করা সম্ভব নয়। তবে তিনি এসব বিষয় নিয়ে বাস ও লঞ্চমালিকদের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য কাজ করবেন বলে আশ্বাস দেন।

জেলা প্রশাসক জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় অনেক কাজ আছে। ওই সময় পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করার জন্য অনুরোধ জানান তিনি।

জেলা প্রশাসকের এ আশ্বাসের পর আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সুজয় শুভ, রাহুল দাশ, বিজন সিকদার, আলিশা মুনতাজসহ কয়েক শিক্ষার্থী জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি দেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলিশা মুনতাজ বলেন, জেলা প্রশাসকের কাছে ছয় দফা দাবিসংবলিত একটি স্বারকলিপি দেওয়া হয়েছে। তবে আন্দোলন অব্যাহত থাকবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।