অসুস্থ বিড়ালছানাকে বাঁচাতে...

নীলফামারীর সৈয়দপুরের ছাত্রী নিলমের পোষা বিড়াল অসুস্থ হয়ে পড়ে।
সংগৃহীত

কঠোর বিধিনিষেধ, তার ওপর সাপ্তাহিক ছুটি। এই অবস্থায় একটি পোষা বিড়াল অসুস্থ হয়ে পড়লে সেটিকে বাঁচাতে তৎপরতা শুরু করে নীলফামারীর সৈয়দপুরের পশু হাসপাতাল কর্তৃপক্ষ। আজ শনিবার সকালে এই ঘটনা ঘটেছে।

সৈয়দপুর শহরের বাঁশবাড়ি মহল্লার বাসিন্দা বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী সৈয়দ নিলমের পোষা বিড়ালছানা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দ্রুত নেওয়া হয় পশু হাসপাতালে। তবে সব বন্ধ ছিল। তখন খবর পেয়ে হাসপাতালে যান প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রাশেদুল হক। তিনি বলেন, ‘দুই দিন ধরে বিড়ালটি অসুস্থ, তা নিয়ে কাঁদছিল নিলম। দ্রুত অসুস্থ বিড়ালটিকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে।’

মো. রাশেদুল হক বলেন, বিড়ালছানাটির ডান বাহুতে আঘাত লেগেছিল। এতে ইনফেকশন হয়ে যায়। ফলে যন্ত্রণায় কাতর ছিল বিড়ালটি। অস্ত্রোপচার করে পুঁজ বের করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে। এখন পুরো সুস্থ নিলমের প্রিয় বিড়াল।

নিলম হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্রী। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি বিড়ালটিকে সন্তানের মতো লালন–পালন করছি। ওর কষ্ট দেখে নিজেও কষ্ট পেয়েছি। দুই দিন ধরে বিড়ালটি নিয়ে অনেক ধকল গেছে। ওর অসহায় মুখ দেখে আমাদের খাওয়াদাওয়া বন্ধ হয়ে যায়।’ তাঁর বিড়াল এখন সুস্থ বলে জানালেন নিলম। এ জন্য চিকিৎসককে ধন্যবাদ জানাতে ভুললেন না তিনি।