অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেরা

র‌্যাবের হাতে গ্রেপ্তার দুজন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলেন এক ব্যক্তি। এ অভিযোগে আজ রোববার সীতাকুণ্ড উপজেলার পূর্ব সৈয়দপুর এলাকা থেকে তাঁকে ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
গ্রেপ্তার দুজন হলেন কামরুল হাসান ও তাঁর সহযোগী মো. আরাফাত।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নিয়াজ মোহাম্মদ প্রথম আলোকে বলেন, পূর্ব সৈয়দপুর এলাকার মো. আরিফের বসতঘরের পেছনে বিপুল পরিমাণ অস্ত্র মজুত রয়েছে, র‍্যাবের কাছে এমন তথ্য আসে। পরে র‍্যাব অভিযান পরিচালনা করে। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি গুলি, পাঁচটি রামদা, একটি কুড়াল ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

নিয়াজ মোহাম্মদ বলেন, অস্ত্র উদ্ধারের পর স্থানীয় লোকজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দুজনকে সন্দেহ হয়। এরপর অস্ত্রের তথ্য প্রদানকারী কামরুল ও আরাফাতকে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। তাঁরা স্বীকার করেছেন, প্রতিবেশী আরিফের সঙ্গে কামরুলের দীর্ঘদিন থেকে বাড়ির সীমানা নিয়ে বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষও হয়েছে।

পরে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে মীমাংসা হয়। কিন্তু আরিফের প্রতি ক্ষোভ থেকে যায় কামরুলের। সেই ক্ষোভ থেকে অস্ত্র দিয়ে ফাঁসাতে তাঁর বসতবাড়ির পেছনে অস্ত্র রেখে র‍্যাবকে খবর দেন তিনি।

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় কামরুলসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।